ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাদ পড়াদের বাংলাদেশে ফেরাতে কথা বলবো: আসামের অর্থমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাদ পড়াদের বাংলাদেশে ফেরাতে কথা বলবো: আসামের অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : ভারতের আসাম রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের ‘বাংলাদেশের লোক’ অভিহিত করে তাদের ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার কথা বলেছেন আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলব এবং তাদের লোকদের ফিরিয়ে নিতে বলব।’

“কিন্তু যত দিন ফিরিয়ে না নেওয়া হচ্ছে, তত দিন আমরা তাদের ভোটাধিকার দেব না, তবে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ সরকার ভারতের বন্ধু। তারা আমাদের সহযোগিতা করছে। এনআরসি তালিকায় নাম না থাকা লোকেদের ফেরত পাঠাতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

হিমন্ত বলেন, ‘এনআরসি তালিকায় নাম নেই মানে এটা নয় যে তাদের বিদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তাদের ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। কিন্তু তত দিন পর্যন্ত ভারতের কোনো রাজনৈতিক কার্যক্রমে তাদের অংশ নিতে দেওয়া হবে না।’

শনিবার আসামের নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষ। তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার।

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/রেজা/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়