ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বান্দরবানে পাহাড় ধসে মা নিহত, মেয়ে আহত

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে পাহাড় ধসে মা নিহত,  মেয়ে আহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে চেমনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত ও তার মেয়ে আমেনা খাতুন (২৫) আহত হয়েছেন।

বুধবার বিকেলে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, টানা বর্ষণে বিকেলে বসতঘরের ওপর পাহাড় ধসে পড়লে চেমনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার মেয়ে আমেনা খাতুন মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে টানা বর্ষণে জেলার লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া থানচি-আলীকদম সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে।




রাইজিংবিডি/বান্দরবান/৬ জুলাই ২০১৭/এস বাসু দাশ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়