ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ‌্যে মধু পূর্ণিমা উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল থেকে এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হন।

এদিন কয়েক’শ বৌদ্ধ নর-নারী বিহারগুলোতে ভিক্ষুদের জন‌্য ফলমূল, বিভিন্ন ধরনের খাবার ও মধু দান করেন। সে সময় তারা বিশ্ববাসীর জন‌্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

সে সময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে।

প্রসঙ্গত, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।

 

রাইজিংবিডি/বান্দরবান/১৩ সেপ্টেম্বর ২০১৯/এস বাসু দাশ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়