ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাসচাপায় ফারহানাজ নিহত : চালকের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসচাপায় ফারহানাজ নিহত : চালকের জবানবন্দি

রাজধানীর মহাখালীতে বাসচাপায় ফারহানাজ নামের এক নারী নিহতের মামলায় গ্রেপ্তার হওয়া বাসচালক শামীম ছৈয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার শামীম স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৮ সেপ্টেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৭ সেপ্টেম্বর মহাখালী বাসস্ট্যান্ড থেকে শামীম ছৈয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ফারহানাজ মহাখালীর রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে চাকরি করতেন। গত ৫ সেপ্টেম্বর অফিসগামী ফারহানাজকে মহাখালীর আমতলী ফ্লাইওভারের পশ্চিম পাশে নামিয়ে দিয়ে যান তার স্বামী। ফারহানাজ রাস্তা পারাপারের জন্য ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের একটি দ্রুত গতির বাস ফুটপাতের ওপর উঠে ফারহানাজকে ধাক্কা দেয়। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

ঢাকা/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়