ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসাইলে নৌকা বাইচ প্রতিযোগিতা

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসাইলে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার বাসাইলে বাসুলিয়ার চাপড়া বিলে সোমবার বিকেলে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

চাপড়া বিলে প্রতি বছর নিয়মিতভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া স্মৃতি সংসদের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়।

রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সিপাই নৌকার মধ্যে ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ‘আল্লাহ ভরসা’ নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। এছাড়াও খেল্লা নৌকার মধ্যে ‘নথখোলা আদর্শ তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকার বিআরবি হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. আব্দুস সামাদ।

এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/টাঙ্গাইল/২ সেপ্টেম্বর ২০১৯/শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়