ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়ির বিছানায় বিশ্রাম নিচ্ছে বাঘ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ির বিছানায় বিশ্রাম নিচ্ছে বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে বন্যায় ৫৮ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে। বন্যার্ত এলাকাগুলোতে ত্রাণ সংকট দেখ দিয়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে এক শিংয়ের বিরল গন্ডার ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। পানিতে ডুবে মারা গেছে অন্তত ৪৩টি প্রাণী। অনেক প্রাণীই পার্কের আশেপাশের উঁচু জায়গা ও গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার পার্কের পাশের একটি গ্রামের বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারকে দেখা গেছে। টুইটারে ছবিটি পোস্ট করেছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট, ইন্ডিয়া।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, বাঘটি যখন ওই বাড়ির সীমানায় প্রবেশ করেছিল তখন প্রতিবেশীরা ভয়ে চিৎকার দিয়ে উঠেছিল। অনাকাঙ্খিত এই অতিথি সম্পর্কে তখনই বাড়ির মালিককে জানানো হয়েছিল।

কাজিরাঙ্গা পার্কের পরিচালক শিব কুমার বলেছেন, ‘বাঘটি বন্যা থেকে বাঁচতে পথ ভুলে মনুষ্যবসতিতে প্রবেশ করেছিল এবং একে এখন ক্লান্ত দেখা যাচ্ছে। আমরা বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার প্রস্তুতি নিচ্ছি।’


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়