ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বাদ আসর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা হয়েছে। জানাজা পড়ান বায়তুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান।

জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো আব্দু্ল্লাহ, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, লিয়াকত হোসেন খোকা, জহিরুল আলম রুবেল, আশরাফ সিদ্দিকীসহ দলের বিপু্ল নেতাকর্মী অংশ নেন।

সাবেক এই রাষ্ট্রপতির জানাজায় মানুষের ঢল নামে। বায়তুল মোকাররম মসজিদের ভেতর-বাহির, পল্টন মোড়, দক্ষিণ গেটের সামনের রাস্তা, দৈনিক বাংলা মোড়ে মুসল্লিদের উপস্থিতি দেখা যায়।

জানাজার আগে হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান জি এম কাদের। তিনি এরশাদের পক্ষে সবার কাছে ক্ষমা চান। এর আগে দলের মহাসচিব এরশাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন।

রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সোয়া ৪টা দিকে হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ বায়তুল মোকাররমে নেওয়া হয়।


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়