ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিএনপি এখনো কার্যকরভাবে রাজপথে নামেনি’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি এখনো কার্যকরভাবে রাজপথে নামেনি’

বিএনপি এখনো কার্যকরভাবে রাজপথে নামেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সংগ্রামী দল এ সভার আয়োজন করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে বলেন, রায় প্রত্যাশিত রায় না হলে কি হবে এর উত্তর বিএনপির অনেকেরই জানা নেই। কিন্তু আমার কাছে এর উত্তর আছে। বিএনপি এখনো কার্যকরভাবে রাজপথে নামেনি। কিন্তু আমি, আব্দুল আল নোমানসহ আরো বেশকিছু নেতা-কর্মী ইতিমধ্যে হাইকোর্টের সামনে একবার নেমেছিলাম। আগামী দিনেও নামবো। বিএনপি নেতৃবৃন্দ যদি হুকুম নাও দেয়। তাও এই সরকারের পতনের দাবিতে যারা নামবে আমি তাদের সঙ্গে আছি।

দলের নেতাদের সমালোচনা করে বলেন, যাদের প্রচুর টাকা পয়সা আছে, তারা কিভাবে আন্দোলন করবে? আন্দোলনের জন্য সৎ ব্যক্তি প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হানিফ। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

 

ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়