ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বিএনপির কোনো প্রস্তাব বাস্তব সম্মত না : বাণিজ্যমন্ত্রী

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির কোনো প্রস্তাব বাস্তব সম্মত না : বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো প্রস্তাবই দিক না কেন তাদের কোনো প্রস্তাব বাস্তব সম্মত না।

তিনি বলেন, তারা নির্বাচনকে হয় বানচাল করার আর না হলে বির্তকিত করার চেষ্টা করছে। কিন্তু এটা তারা পারবে না।

শনিবার ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সহায়ক সরকার বলে দুনিয়ার কোনো সংবিধানে কিছু নেই।   ২০১৪ সনের ৫ জানুয়ারি তারা নির্বাচন না করে ভুল করেছে। তার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। তার কোনো বিকল্প নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সংসদ বহাল থাকবে, যার সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন করবেন নির্বাচন কমিশন।

বেলা সাড়ে ৩টার দিকে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে উপজেলা চোরম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, হাবিবে মিল্লাত মুন্না, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীসহ অন্যরা।



রাইজিংবিডি/ভোলা/৫ আগস্ট ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়