ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিএসএমএমইউ-তে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ২৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউ-তে নিয়োগ বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদ সংখ্যা: ৩০০ জন

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/বিএসসি ইন নার্সিং ডিগ্রি। প্রার্থীকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

বয়স : ২৬ নভেম্বর ২০১৮ তারিখে ৩০ বছর। মুক্তিযোদ্ধা এবং পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া : অনলাইন এবং সরাসরি আবেদন করা যাবে। আবেদন করতে হলে প্রার্থীদের পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর STD-430 এর বিপরীতে আগামী ২৫ নভেম্বর রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালে ৫০০ টাকা জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার ১ দিন পর আবেদনপত্র দাখিল করা যাবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০X২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০X৮০ পিক্সেল), টাকা জমার ব্যাংক রশিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন করার সময়ে প্রদত্ত ট্র্যাকিং নম্বর এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীকালে প্রবেশ পত্র প্রিন্ট করাসহ আবেদনপত্র–সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

যেসব প্রার্থী সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক, তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট () থেকে আবেদনপত্র নির্ধারিত ফরম ডাউনলোড পূর্বক পূরণ করে ৩ সেট আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ৩ কপি  পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও নির্দিষ্ট হিসাব নম্বরের অনুকূলে ৫০০ টাকা জমার ব্যাংক রশিদের কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কক্ষ নং-১৮, ব্লক-বি, নিচ তলা, শাহবাগ, ঢাকা-১০০০।

প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর থেকে তার মোবাইল ফোনে ইতিমধ্যে প্রাপ্ত ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। এ ছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সব তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd), এসএমএস এবং ই–মেইলের মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না, তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদ,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি দেখাতে হবে।





রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৮/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়