ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিওতে বোনাস পাঠিয়েছে ছয় কোম্পানি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিওতে বোনাস পাঠিয়েছে ছয় কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), ইনটেক লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, জাহিন টেক্সটাইল, রহিম টেক্সটাইল ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং।

বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ১৮ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে কোম্পানিগুলোর লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

বিবিএস : সমাপ্ত হিসাব বছরে বিবিএস ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

ইনটেক লিমিটেড : সমাপ্ত হিসাব বছরে ইনটেক ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ : সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

জাহিন টেক্সটাইল : আলোচিত বছরে জাহিন টেক্সটাইল ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।

রহিম টেক্সটাইল : সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানি ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

একই সময়ে তুংহাই নিটিং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়