ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিকাশে পরিশোধ করা যাবে ডিপিডিসির বিদ্যুৎ বিল

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকাশে পরিশোধ করা যাবে ডিপিডিসির বিদ্যুৎ বিল

অর্থনৈতিক প্রতিবেদক : ডিপিডিসির গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে। এ সুযোগ তৈরি করে দিয়েছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ডিপিডিসি, বিকাশ এবং ব্র্যাক ব্যাংক এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এর ফলে ঢাকার বৃহত্তম বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ১২ লাখ পোস্টপেইড এবং প্রিপ্রেইড গ্রাহকগণ যেকোনো সময়, যেকোনো  স্থান থেকেই বিকাশে সহজে, নিরাপদে এবং দ্রুততম সময়ে বিদ্যুৎ বিলের পরিমাণ চেক করতে এবং পরিশোধ করতে পারবেন।

ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মো. আসাদুজ্জামান, বিকাশ এর চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিকাশ এর মাধ্যমে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং ব্র্যাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়