ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিকেলে ঢাকা ছাড়ছেন নেপালের ৬০ নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪১, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিকেলে ঢাকা ছাড়ছেন নেপালের ৬০ নাগরিক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন নেপালের ৬০ নাগরিক।

ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, শ্রী এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরে যাবেন। ফ্লাইটটি বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।  ফ্লাইটে ৬০ জনের বেশি যাত্রী থাকতে পারে।  

আর আগে ৪ দফায় দেশটির ৮১৫ জন নাগরিক দেশে ফিরেছেন। সর্বশেষ গত ২১ জুন নেপাল এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ফিরে যান ২৪৫ নেপালি। ২০ জুন হিমালয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে নেপাল যান ১৫৭ জন, ১৭ জুন একই এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান দেশটির ১৫৫ শিক্ষার্থী।

১৪ জুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করে নেপাল দূতাবাস। নেপাল এয়ারলাইন্সের সেই বিশেষ ফ্লাইটে ২৫৮ জন নাগরিক ঢাকা ছাড়েন।

এসব ফ্লাইট আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

এদিকে দূতাবাস সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেই তাদের।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়