ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিচার ব্যবস্থায় আস্থার সংকটে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়’

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিচার ব্যবস্থায় আস্থার সংকটে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়’

মাদারীপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দিলে যে কোনো দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। 

শুক্রবার দুপুরে মাদারীপুরে একটি সভায় তিনি এই কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, ষোড়শ সংশোধনী সম্পর্কিত রায়ে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় উল্লেখ আছে, তা পুনঃবিবেচনা করার অনুরোধ থাকছে।’

তিনি মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান।

পরে মন্ত্রী শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/মাদারীপুর/১১ আগস্ট ২০১৭/বেলাল রিজভী/রুহুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়