ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডিং অফিসার পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে।

বুধবার সীমান্তবর্তী আন্তর্জাতিক ৯৩৭ এর ৮ নম্বর সাব পিলারের কাছে চৌপথি-নন্দিরকুটি শিমুলবাড়ী জামে মসজিদ মাঠে ঘণ্টাব্যাপী এ বৈঠক  হয়।

বৈঠকে বাংলাদেশে পক্ষে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার-উল-আলম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার ৩৮ বিএসএফ এর কমান্ডেন্ট রাজ ওয়ানত সিং।

বিজিবি জানায়, উপজেলার সীমান্তবর্তী চৌপথি-নন্দিরকুটি শিমুলবাড়ী জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করলে, বিএসএফ তাতে বাধা দেয়। এ পরিপ্রেক্ষিতে বুধবার পতাকা বৈঠকে দ্বিতল ভবনের নির্মাণকাজ স্থগিত রেখে মসজিদটির সংস্কার কাজ করার সিদ্ধান্ত হয়। এছাড়া ভারতের আসাম রাজ্যের ১৯ লাখের বেশি এনআরসি থেকে বাদ পড়া নাগরিককে যাতে বাংলাদেশে পুশ ইন করা না হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার রাখা এবং সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।


কুড়িগ্রাম/বাদশা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়