ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদেশি গণমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি গণমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার আট আসামির মধ্যেি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে হলি আর্টিজান মামলার রায়ের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।  বিবিসি, রয়টার্স, সিএনএন, এএফপি, ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

বিবিসি শিরোনাম করেছে, Holey Artisan cafe: Bangladesh Islamists sentenced to death for 2016 attack. প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় বিচারাধীন ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও বাংলাদেশের দাবি, স্থানীয় জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ওই হামলা চালিয়েছে।

গার্ডিয়ানের শিরোনাম, Bangladesh sentences seven to death for 2016 cafe attack. খবরে বলা হয়, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৭ জঙ্গিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, রায় ঘোষণার পর দোষী সাব্যস্ত আসামিরা আদালতেই ‘আল্লাহু আকবর’ বলে ওঠে।  

আল জাজিরা শিরোনাম করেছে, Holey Artisan cafe attack: Dhaka court sentences seven to death. Seven people sentenced to death in connection with 2016 attack on Dhaka cafe that left 22 dead.

ডয়চে ভেলে শিরোনাম করেছে, Bangladesh: 7 Islamist militants sentenced to death over cafe attack.

ব্রিটিশ সংবাদ মাধ্যরম দ্য ইন্ডিপেন্ডেট শিরোনাম করেছে, Bangladesh sentences seven Islamists to death over 2016 terror attack on foreigners in Dhaka cafe.

ডেইলি মেইল লিখেছে, Islamists are sentenced to death for 2016 Bangladesh cafe attack where 22 people including a US student were killed while those who could recite the Koran were spared.

ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে, Bangladesh gives death sentence to 7 militants for 2016 cafe terror attack.

এবিসি নিউজ শিরোনাম করেছে, Bangladesh sentences seven Islamists to death over 2016 terror attack on foreigners in cafe.

টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, Bangladesh sentences seven to death for 2016 cafe attack.

আরব নিউজের শিরোনাম, Bangladesh sentences seven to death for 2016 cafe attack.

এছাড়াও এনডিটিভি, এএফপি, রয়টার্সসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করেছে।
 


ঢাকা/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়