ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বিদেশিরা বাংলাদেশে কাজ করতে আসবে’

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিদেশিরা বাংলাদেশে কাজ করতে আসবে’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।পাশাপাশি এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। আজকে বাংলাদেশ সাহায্যের জন্য কারো দ্বারপ্রান্তে যাচ্ছে না।

তিনি বলেন, আমাদের কর্মসংস্থান দেখে বিদেশিরা বলেন আজকে আমাদের দেশে লোক পাঠান। আগামী পাঁচ বছরের পর আমাদের দেশের লোকেরা আপনার বাংলাদেশে কাজ করতে যাবে।’

শনিবার দুপুরে ঝালকাঠি শিশু পার্কে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকল্পের মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উপ-সচিব মির্জা আশ্রাফ, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান প্রমুখ।

শিল্পমন্ত্রী মেলার উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন। মেলায় ৪০টি স্টল রয়েছে।



রাইজিংবিডি/ঝালকাঠি/৬ মে ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়