ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিভিন্ন দেশে সন্ত্রাসী হামালার প্রতিবাদ জবিতে

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিভিন্ন দেশে সন্ত্রাসী হামালার প্রতিবাদ জবিতে

জবি প্রতিনিধি : শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডসহ সারা বিশ্বে নির্মম হত্যাকা‌ণ্ডের প্রতিবাদে মানববন্ধন ক‌রে‌ছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক স‌মি‌তি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, বাংলাদেশের ৮ বছরের শিশু জায়ানসহ ৪৫ জন শিশু শ্রীলঙ্কায় সন্ত্রাসী হত্যাকাণ্ডে মারা গেছে। ধর্ম শান্তির জায়গা। কোনো ধর্মেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের জায়গা নেই। সন্ত্রাসদের ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে ঘৃণা করা উচিত। সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে যাতে এ ধরনের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সদস্য সহকারী অধ্যাপক রিতু কুণ্ডু, অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. পরিমল বালা প্রমুখ।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৫ এ‌প্রিল ২০১৯/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়