ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য কুয়া

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য কুয়া

হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ ও বাহুবল পাহাড়ি এলাকায় এখনো কিছু স্থানে কুয়ার পানি ব্যবহার হচ্ছে। বাগান ও গভীর বনে বসবাসকারীরা কুয়ার পানি ব্যবহার করছেন।

তবে গ্রামবাসী গভীর নলকূপ পেয়ে অনেক আগেই কুয়ার পানি ব্যবহার ছেড়ে দিয়েছেন। কারণ কুয়ার পানি উত্তোলন করতে অনেক কষ্ট ও ঝুঁকি রয়েছে।

পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের বিভিন্ন শ্রমিকের বাড়িতে কিছু কুয়া দেখা গেছে। এর পানি তারা এখনো ব্যবহার করছেন।

এ বাগানের পশ্চিমটিলার বাসিন্দা কৃষ্ণ মুন্ডা নামে এক নারী কুয়া থেকে পানি উত্তোলনকালে এ প্রতিবেদকের কথা হয়।

এ সময় তিনি বলেন, কুয়ার পানি এখনো আমাদের কাছে নিরাপদ। এ পানি সবসময় ভাল থাকে। কুয়ার পানিতে গোসল অনেকটা আরামদায়ক।

 

 

সূত্রে জানা যায়, বাগানগুলো স্থাপনের সময় প্রত্যেক বাগানের পাড়ায় পাড়ায় কুয়া নির্মাণ হয়। আধুনিকতার ছোঁয়ায় কুয়াগুলো আজ বিলুপ্তির পথে। জেলার পাহাড়ি এলাকার চা বাগানসহ গভীর অরণ্যের কিছু কিছু স্থানে কুয়া টিকে থাকায় ঐতিহ্য জানান দিচ্ছে।

পরিবেশ প্রেমিক সাজু মিয়া বলেন, কুয়ার পানি সবসময় ঠাণ্ডা থাকে। কুয়ার মুখ ঢেকে রাখলে পানি নষ্ট হয় না। 

চা বাগানের বাসিন্দা দীপেশ উরাং বলেন, সময়ের সাথে কুয়া বিলুপ্তির পথে। তবে এখনো বিভিন্ন চা বাগানের শ্রমিকদের বাড়িতে কুয়া রয়েছে। অনেক স্থানে কুয়ার রক্ষণাবেক্ষণ না করায় নষ্ট হয়ে ভরাট হয়েছে। এগুলো সংরক্ষণ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।



হবিগঞ্জ/মামুন চৌধুরী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়