ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ বছরে দশ সহস্রাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪১, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ বছরে দশ সহস্রাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:  বিশ বছরে দশ সহস্রাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে সিলেটের শামসুর রহমান ফাউন্ডেশন। এ বছরও পঞ্চম ও অষ্টম শ্রেণির ৩০৮ শিক্ষার্থীকে বৃত্তি দিল এই ফাউন্ডেশন।

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শনিবার ২০ তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির সম্মাননা সনদ ও উপহার সামগ্রী তুলে দেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বলেন, ‘জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ভবিষ্যত প্রজন্মকে উৎসাহ প্রদানের ক্ষেত্রে শামসুর রহমান স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষার উন্নয়নে শামসুর রহমান ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনেরও এগিয়ে আসা জরুরী।’

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সূফী সুহেল আহমদের সভাপতিত্বে ও নাট্যশিল্পী আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-চ্যানেল এস ইউকে-এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি।

যুক্তরাজ্যপ্রবাসী সূফী সুহেল আহমদ জানান, ‘সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়া এবং এখানকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষে তার বাবা শামসুর রহমানের নামে ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় তাদের বাসা থেকে ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনা করা হয়।’

ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান বলেন, ‘চার ভাই বোনের উদ্যোগে প্রতিষ্ঠিত শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য এখন ২৫০। এ ফাউন্ডেশন পরিচালিত বৃত্তি পরীক্ষায় প্রতি বছর অংশ নেয় আড়াইশ’ প্রতিষ্ঠানের শিক্ষার্থী।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজের সাবেক উপাধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খন্দকার সিপার আহমদ, গ্রেটার সিলেট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসির) সাউথ ইস্ট রিজিওনের সভাপতি মো. ইসবাহ উদ্দিন, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট-এর সভাপতি আশিক চৌধুরী, সাউথ ইস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন, স্কটল্যান্ডের সভাপতি মোবারক আলী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম।




রাইজিংবিডি/ সিলেট/৬ ডিসেম্বর ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়