ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিশেষ মতলবে প্রিয়া সাহার মিথ্যা বক্তব্য’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশেষ মতলবে প্রিয়া সাহার মিথ্যা বক্তব্য’

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল  মোমেন বলেছেন, প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন, তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলেছেন তিনি।

শুক্রবার ১৯ জুলাই হার্ভার্ড ইউনিভার্সিটিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সমাবেশে যোগ দেন মন্ত্রী। এরপর সেখান থেকে লন্ডনে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

একই সঙ্গে প্রিয়া সাহা ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের যে অভিযোগ করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উদ্যোগে তিন দিনব্যাপী ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ওই সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত বুধবার হোয়াইট হাউজে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ করেন প্রিয়া সাহা।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ হচ্ছে ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যদিও তারা মোট জনসংখ্যার ১২ শতাংশ।’

তিনি বলেন, ‘ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রকৃত পরিস্থিতির ওপর আলোকপাত করেছেন। তাই প্রিয়া সাহার বক্তব্য যে অন্তঃসারশূন্য এবং বিশেষ উদ্দেশ্যে জঘণ্য মিথ্যাচার, তা বলার অপেক্ষা রাখে না।’

মন্ত্রী আরো বলেন, ‘এ ধরনের অভিযোগে প্রকারান্তরে শান্তিপূর্ণ সমাজে বিশৃঙ্খলা উসকে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনও হতে দেবে না।’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, সেই গোষ্ঠীর উদ্দেশ্য পূরণেই প্রিয়া সাহা এই অভিযোগ করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়