ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে জবিতে র‌্যালি

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে জবিতে র‌্যালি

জবি প্রতিনিধি : ‘ক্ষমতার পরিবর্তন : উদ্ভাবনী ও সৃষ্টিকাজে নারী’ এই স্লোগান সামনে রেখে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে সাউথ এশিয়ান স্টাডি সার্কেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে র‌্যালি হয়েছে।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে মেধাসম্পাদ নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন শোভা পায়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। পরিচালনা করেন সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের জবি শাখার পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক  ড.  অরুণ কুমার গোস্বামী।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল, রাষ্ট্রবিজ্ঞানসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়