ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপ বাছাই পর্ব পেছানোয় সুবিধা দেখছেন সালমা, জাহানারা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৫, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশ্বকাপ বাছাই পর্ব পেছানোয় সুবিধা দেখছেন সালমা, জাহানারা

নারী বিশ্বকাপের বাছাই পর্ব থেকে তিনটি দল আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশকে তাই ২০২১ ওমেন্স ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে পেরোতে হবে বাছাই পর্ব। ৩ থেকে ১৯ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ প্রতিযোগিতার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে গেছে নারী বিশ্বকাপের বাছাই পর্ব। প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় স্বস্তিতে বাংলাদেশ শিবির।

ওয়ানডে বিশ্বকাপে এখনও অভিষেক হয়নি বাংলাদেশের। এবার সেই লক্ষ্যেই বাছাইপর্বে অংশ নিত টাইগ্রেসরা। এজন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল মার্চেই। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে একটি হোম সিরিজ আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার ধাক্কায় সব পরিকল্পনাই মাটি হয়েছে। সূচি অনুযায়ী বাছাই পর্ব অনুষ্ঠিত হলে পর্যাপ্ত প্রস্তুতি হবে কিনা তা নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশ শিবির। প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় নিজেদের প্রস্তুতির ভালো সুযোগ মিলেছে বলে মনে করছেন দলের স্পিন অলরাউন্ডার সালমা খাতুন ও পেসার জাহানারা আলম।

সালমা জানালেন, এখন থেকেই নতুন করে পরিকল্পনা শুরু করবেন তাঁরা। যে করেই হোক নিউজিল্যান্ডে স্বপ্নের বিশ্বকাপ খেলতে মুখিয়ে বাংলাদেশ। এজন্য বাছাই পর্বে নিজেদের নিংড়ে দিতে চান টাইগ্রেসরা। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমা বলেছেন, ‘বাছাই পর্ব পিছিয়ে যাওয়াতে ভালো হয়েছে। এখনও গৃহবন্দি। করোনার পরিস্থিতি না হলে এখন মেয়েদের জাতীয় লিগ হয়ে যেতো। ফলে প্রস্তুতির ঘাটতি থাকতো না। কিন্তু সেসব তো আর হলো না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর বাছাই পর্ব যখনই হোক আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র জাহানারা লকডাউনে ঢাকায় অবস্থান করছেন। গৃহবন্দির সময়টায় ক্রিকেট নিয়ে খুব ভাবছেন না। নিজের ফিটনেসে মনোযোগী আছেন। সাথে ব্যক্তিগত কাজও সেরে নিচ্ছেন। বাছাই পর্ব পিছিয়ে যাওয়ার আনন্দ ছুঁয়েছে তাকেও,‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে এখন হয়তো খেলার মধ্যেই থাকতাম। প্রস্তুতি বা পরিকল্পনা সেভাবেই নেওয়া হতো। বাছাই পর্ব স্থগিত করেছে, আমাদের বা অংশগ্রহণকারী দলগুলোকে নিশ্চয়ই প্রস্তুত হওয়ার জন্য সময়টা দিবে। আশা করছি সেই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবো।’

এবার মূল বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাহানারা, ‘আমরা কিন্তু মেয়েদের ক্রিকেটের প্রথম ব্যাচ। ইতিমধ্যে দ্বিতীয় ব্যাচ আসতে শুরু করেছে। আমরা যারা সিনিয়র ক্রিকেটার আছি, তাদের দায়িত্ব পরের ক্রিকেটারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। সেজন্য এবারের বাছাই পর্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’



ঢাকা/ইয়াসিন/কামরুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়