ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্বকাপ স্কোয়াডে খুলনা বিভাগের সাত ক্রিকেটার

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ স্কোয়াডে খুলনা বিভাগের সাত ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটে আধিপত্য ধরে রাখলো খুলনা বিভাগ। বাংলাদেশ ক্রিকেট দলে সব সময়ই খুলনা বিভাগের আধিপত্য থাকে। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত স্কোয়াডেও সেই ধারবাহিকতা বজায় রয়েছে।

ঘোষিত ১৫ সদস্যের দলে ৭ জনই খুলনা বিভাগের। সাতজনই বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার। এই সাত ক্রিকেটার হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
 
এর মধ্যে অধিনায়ক মাশরাফির গ্রামের বাড়ি নড়াইল। টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেস বোলার মোস্তাফিজুর রহমান এর গ্রামের সাতক্ষীরা জেলাতে। সহ-অধিনায়ক সাকিব আল হাসানের জন্মস্থান মাগুরা। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মো. মিঠুনের জন্মস্থান কুষ্টিয়াতে। মেহেদী হাসান মিরাজ খুলনা জেলার ছেলে। আর পেসার রুবেল হোসেনের জন্মস্থান বাগেরহাট জেলা।

 

 

রাইজিংবিডি/খুলনা/১৬ এপ্রিল ২০১৯/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়