ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রয়োজনে যেসব জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই, সেসব জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে চাহিদার চেয়েও বেশি আলু উৎপাদন হওয়ায় আলু রপ্তানির উদ্যোগ নিতে বলেছেন প্রধানামন্ত্রী।

একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়