ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিএস ক্যাডার হলেন আরো ২২ জন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিএস ক্যাডার হলেন আরো ২২ জন

সচিবালয় প্রতিবেদক : ৩৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ আরো ২২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত ২০ মার্চ ১ হাজার ২২১ জনকে নিয়োগ দেয় সরকার। নতুন নিয়োগপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নতুন নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে কেউ চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ও পিএসসির পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

গত বছরের ১২ জুন বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়