ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিহারী ক‌্যাম্প উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিহারী ক‌্যাম্প উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা

মিরপুর বিহারী ক‌্যাম্পের (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকে অবস্থিত এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের ৩২ প্লট হতে বিহারীদের উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার  বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২ মাসের জন্য এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. মো. শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। উভয়পক্ষের আইনজীবীরা এই আদেশের তথ্য নিশ্চিত করেছেন।

ওই ক্যাম্পের বাসিন্দা মো. সেলিম ও কামরান হায়দারের করা রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ আগস্ট জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিহারী ক্যাম্পে উচ্ছেদ কার্যক্রমে পুলিশের সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেন। এই চিঠিতে এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের ৩২ প্লট হতে বিহারীদের উচ্ছেদ কার্যক্রমে পুলিশের সহায়তা চাওয়া হয়। এই চিঠির কপি পেয়ে সেখানে বসবাসরত বিহারীদের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পুলিশকে দেওয়া চিঠির কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। একইসাথে রুল জারি করেন।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/মেহেদী/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়