ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বুধবার গাইবান্ধা-১ উপনির্বাচনে ভোটগ্রহণ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবার গাইবান্ধা-১ উপনির্বাচনে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক  : আগামীকাল বুধবার জাতীয় সংসদের ২৯ গাইবান্ধা-১ নির্বাচনী এলাকার শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সব ভোটকেন্দ্রে নির্বাচনী মালামালসহ ভোটগ্রহণ কর্মকর্তারা পৌঁছে গেছেন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেছেন।

এছাড়া নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাইবান্ধা নির্বাচনী এলাকার প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করতে পারেন সেজন্য নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইসির পক্ষ থেকে। ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আটজন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতি ইউনিয়ন এলাকায় তিনটি এবং পৌরসভা এলাকায় পাঁচটি মোবাইল টিমসহ ৫০টি মোবাইল টিম টহল দিচ্ছে ও ১৭টি স্ট্রাইকিং ফোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় র‌্যাবের ১৭টি টিম এবং সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ভোটগ্রহণের দিন এবং এর আগে দুদিন ও পরে একদিনসহ মোট চার দিন নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও চারদিন নিয়োজিত থাকবেন। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনসহ নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার সম্পন্নের  জন্য চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. মন্‌জুরুল ইসলাম লিটন ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করায় ওই তারিখ থেকে আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।

গাইবান্ধা-১ আসনটি সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটকেন্দ্র ১০৯টি এবং ভোটকক্ষ ৬৩৭টি। মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৮৫ এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাতজন।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়