ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বৃষ্টি ভোগান্তিতে যাত্রীরা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে নগরবাসী। কিন্তু বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন তারা।

রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তারপরও থেমে নেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষের ঢল।

বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, কল্যাণপুর এবং টেকনিক্যাল বাস কাউন্টার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

গাবতলী গিয়ে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে বাসস্ট্যান্ডে ছিলো ঘরমুখো যাত্রীদের ঢল। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থানে যেতে মানুষের ভিড় দেখা গেছে গাবতলীতে।

দফায় দফায় বৃষ্টির ফলে যানবাহন চলছে খুব ধীর গতিতে। রাজধানীর সড়ক থেকে শুরু করে বিভিন্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। সব মিলে ঘরমুখো মানুষের দুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে।

গাবতলী হানিফ কাউন্টারে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘তিন মাস পর বরিশালের বানারীপাড়া গ্রামের বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর দেরি যেন আর সইছে না। দুপুরে আমার বাস ছাড়বে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টির কারণে কাউন্টার পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। আসার সময় অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। সিএনজি বা রিকশা কোনোটাই গাবতলীর দিকে আসতে চায় না। সব মিলিয়ে খুব ভোগান্তি হয়েছে।’

রংপুর যাওয়ার জন্য কল্যাণপুর এসেছেন মিতু। তিনি বলেন, ‘ঈদ করতে গ্রামে ফিরছি। চাকরির কারণে গ্রামে ফেরার সুযোগ হয় না। তাই ঈদে গ্রামে যাচ্ছি। আজিমপুর থেকে ১১ টার দিকে বের হয়েই দেখি বৃষ্টি পড়ছে। তাই কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।’

সাকুরা পরিবহনের কাউন্টার কর্মকর্তা ইমাম হাসান বলেন, ‘সকাল সোয়া ৬টা থেকে এক ঘণ্টা পর পর বাস চলছে। এখন পর্যন্ত বড় যানজটের খবর পাওয়া যায়নি। তবে সাভার এলাকায় একটু যানজট আছে। বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৯/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়