ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টির দিনে বাংলাদেশ পেল ২ উইকেট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির দিনে বাংলাদেশ পেল ২ উইকেট

ক্রীড়া প্রতিবেদক: তৃতীয় দিনের প্রায় পুরোটা সময় গেল বৃষ্টির পেটে।

ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচটি ড্রয়ের পথে হাঁটছে। এখনও প্রথম ইনিংসের খেলা শেষ হয়নি।

বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পুরোদিনে খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার। সকাল নয়টায় খেলা শুরু হয়েছিল ঠিকই। দিনের বাকিটা সময়ে নিয়মিত বিরতিতে বৃষ্টি পড়েছে। ড্রেসিং রুমে অলস সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।

বৃষ্টির দিনে বাংলাদেশ পেয়েছে ২ উইকেট। শ্রীলঙ্কার আগের দিনের ১০১ রানের সঙ্গে স্কোরবোর্ডে যোগ করেছে ৮৯ রান। ৬ উইকেটে তাদের স্কোর ১৯০। স্বাগতিক বাংলাদেশের থেকে এখনও ১৭০ রানে পিছিয়ে তারা। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬০ রান।

আগের দিন ৪ উইকেট পেলেও নাঈম আজ কোনো উইকেট পাননি। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন শফিকুল ইসলাম ও তানবীর ইসলাম। বান্দ্রা ৫৭ রানে এবং করুণারত্নে ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়