ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনগাজিতে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২১

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনগাজিতে জোড়া গাড়িবোমা হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার বেনগাজি শহরে একটি মসজিদের কাছে দুটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ হয়।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। এসব খবর অনুযায়ী, আহতের সংখ্যা ২০ থেকে ৩০ জন।

বেনগাজির আল-স্লেইমানিয়ায় মঙ্গলবার মাগরিবের নামাজ আদায় শেষে একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে আসার সময় তাদের লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। কয়েক মিনিটের ব্যবধানে মসজিদের অপর দিকে দ্বিতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটে।

এ দুই হামলায় সামরিক-বেসামরিক উভয় ধরনের লোক নিহত হয়েছে। স্থানীয় আল-জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলা কারা চালিয়েছে, তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছর ধরে এ ধরনের হামলার দায় স্বীকার করতে দেখা যাচ্ছে না কোনো পক্ষকে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়