ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেরোবিতে নতুন উপাচার্য নাজমুল আহসান

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেরোবিতে নতুন উপাচার্য নাজমুল আহসান

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে উপাচার্য নিয়োগের বিষয়টি জানা গেছে। অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক। তিনি প্রেষণে বাংলাদেশ ইউনিভারসিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রো-ভিসি’র দায়িত্বে রয়েছেন।

নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ জানান, খুব দ্রুত তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।

গত ৫ মে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবীর চার বছরের মেয়াদ শেষ হয়।

 

 

রাইজিংবিডি/রংপুর/১ জুন ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়