ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেলের জোড়া গোলে রক্ষা রিয়ালের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেলের জোড়া গোলে রক্ষা রিয়ালের

ক্রীড়া ডেস্ক : লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে পরাজয়ের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে গ্যারেথ বেলের জোড়া গোলে রক্ষা পেয়েছে জিনেদিন জিদানের দল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের অন্তিম মুহূর্তে বেল দেখেছেন লাল কার্ডও। তার আগে লিগে ১৬৯ দিনের গোল-খরা কাটান ওয়েলসের এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল। জেরার্ড মরেনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালকে সমতায় ফেরান বেল। দানি কারবাহালের ক্রস থেকে বল জালে পাঠান তিনি।

বিরতির পর ৭৪ মিনিটে আবার পিছিয়ে পড়ে রিয়াল। এবার স্বাগতিকদের লিড এনে দেন গোমেজ বার্দোনাদো।

তখন পরাজয় ভালোভাবেই চোখ রাঙাচ্ছিল রিয়ালকে। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট বাকি থাকতে গোল করে দলকে বাঁচান বেল।

যোগ করা সময়ে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেলকে। এই শতাব্দীতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিগে একই ম্যাচে জোড়া গোলের পর লাল কার্ড দেখলেন বেল।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে এইবারকে ৩-২ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়