ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের মানববন্ধন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা।

মানববন্ধ‌নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ভূমিকা নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ ক্ষোভ ও দুঃখ প্রকাশ ক‌রেন। তারা ব‌লেন, অতিরিক্ত ৪ শতাংশ কর্তন স্থগিত করার বিষয়ে মাউশির ডিজির কোন আন্তরিকতা বা ভূমিকা না থাকায় আমরা অত্যন্ত মর্মাহত হ‌য়েছি।

তারা ব‌লেন, অতিরিক্ত ৪ শতাংশ কর্তন স্থগিতসহ আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ২৫ শতাংশের পরিবর্তে পূর্ণাঙ্গ ঈদ বোনাস এবং ২০১৯-২০ অর্থ বাজেটে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখ‌তে হ‌বে। সরকারি চাকরীজীবীর ন্যায়  বাড়ী ভাড়া প্রদান ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলির নীতিমালা চালু করতে হ‌বে। নতুবা শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘটসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়