ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেসামরিক বিমানকে ইরানের আকাশসীমা এড়ানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩১, ৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেসামরিক বিমানকে ইরানের আকাশসীমা এড়ানোর নির্দেশ

ইরাক, ইরান, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ওপর দিয়ে বেসামরিক বিমান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশন (এফএএ)। বুধবার প্রথম প্রহরে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই নিয়ন্ত্রণ আরোপ করা হলো।

বুধবার এক বিবৃতিতে এফএএ বলেছে,‘ইরাক,ইরানের আকাশ এবং পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ওপর দিয়ে বেসামরিক বিমান পরিচালনা সংস্থাগুলোর ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশন। এফএএ নিবিড়ভাবে ওমান উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’।

ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি ঘাঁটি লক্ষ্য করে বুধবার প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত সপ্তাহে মার্কিন হামলায় কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহতের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে তেহরান।

এদিকে, এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সব ফ্লাইটকে ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সব ফ্লাইটকে ইরানের আকাশসীমা এড়িয়ে যেতে বলা হয়েছে’। কর্তৃপক্ষ অবশ্য এর কারণ জানায় নি।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়