ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ নুরুন্নবী

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ নুরুন্নবী

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার সরকারি এম এম সিটি কলেজের ছাত্র মো. নুরুন্নবী ‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

জেলার ৭৫টি কলেজের ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ শিরোনামে আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উদ্যোগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. মহিদ উদ্দিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক  ড. মোহাম্মাদ নুরুন্নবী মোল্লা, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মাদ মোরশেদ আলম ও এনইউবিটি খুলনার পরীক্ষা নিয়ন্ত্রক এস এম মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘বেস্ট ট্যালেন্ট খুলনা’ আয়োজক কমিটির আহবায়ক ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মুরতাজা।

ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে কম্পিউটার ও তৃতীয় স্থান অধিকারীকে ১টি স্মার্টফোন দেওয়া হয়। চতুর্থ থেকে ১০ম স্থান পর্যন্ত সবাইকে বিশেষ পুরস্কার দেয়া হয়। এছাড়াও পরীক্ষায় অংশ গ্রহণকারী সব শিক্ষার্থীদেরকে টি শার্ট দেয়া হয়।


রাইজিংবিডি/খুলনা/৩১ আগস্ট ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়