ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে ডেঙ্গু রোগী বাড়ছে

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ডেঙ্গু রোগী বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন। আর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৩৭ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন এক হাজার ৮০ জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৩৭ জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, স্থানীয়ভাবে রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমাতে গেলে দিনে ও রাতে সবসময়ই মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘চলমান মশক নিধন অভিযান অব্যাহত থাকলে দ্রুতই ডেঙ্গু মুক্ত যশোর ঘোষণা করা সম্ভব হবে।’

 

রাইজিংবিডি/ যশোর/৩১ আগস্ট ২০১৯/বি এম ফারুক/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়