ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৈরুতে নিহত রেজাউলের বাড়িতে শোকের মাতম চলছে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৈরুতে নিহত রেজাউলের বাড়িতে শোকের মাতম চলছে

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশিদের একজন কুমিল্লার রেজাউল আমিন শিকদার। প্রিয় সন্তান হারানোর বেদনায় রেজাউলের পরিবারে এখন শোকের মাতম চলছে।

জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মনির শিকদারের ছেলে রেজাউল থাকতেন বৈরুতের বন্দর সংলগ্ন ডাউনটাউন এলাকার আলভোর শহরে। কাজ করতেন একটি পেট্রোল পাম্পে। তিনি প্রায় চার বছর আগে বৈরুতে নিয়ে যান তার ছোট ভাই মাহবুবকেও। মাহাবুব আলাইয়া এলাকায় থেকে পেট্রোল পাম্পে চাকরি করেন।

রেজাউলের মামা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের জসিমউদ্দীনও বৈরুতে থাকেন। জসিমউদ্দিন বুধবার গভীর রাতে বৈরুত থেকে ফোন করে রেজাউলের মৃত্যুর বিষয়টি জানান। 

কৃষক পরিবারের সন্তান রেজাউল দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে পাকা ঘর তৈরি করেন। দুই বোন তিশা আক্তার ও লিমা আক্তারকে বিয়ে দেন। 

এদিকে রেজাউলের চাচাতো ভাই সেলিম শিকদার জানান, বন্দর এলাকা থেকে দূরে অবস্থানের কারণে অক্ষত থেকে যায় ছোট ভাই মাহবুব শিকদার। বড় ভাইয়ের অকাল মৃত্যুতে বৈরুতের বাসায় বার বার মূর্ছা যাচ্ছেন ভাই মাহবুব । 

রেজাউলের বাবা মনির শিকদার তার ছেলের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানিয়েছেন। 

তিনি জানান, বিস্ফোরণে রেজাউলের আরেক মামাতো ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের রাসেলও মারা গেছেন।

ইমরুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়