ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ব্যস্ত সন্তানরা বাবা-মায়ের খোঁজ রাখে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যস্ত সন্তানরা বাবা-মায়ের খোঁজ রাখে না’

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বর্তমানে ব্যস্ত সন্তানরা তাদের প্রবীণ বাবা-মায়ের খোঁজ রাখে না। আমরা যারা প্রবীণ হয়ে গেছি, তাদের জন্য এটা কষ্টকর।’

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। এখন গড় আয়ু ৭১ বছর। এই সিনিয়র নাগরিকদের জন্য সমাজের অনেক করণীয় আছে। বৃদ্ধ বা প্রবীণদের দেখাশোনার ক্ষেত্রে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দারিদ্র্যের হার অনেক কমিয়ে এনেছি। যারা দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন, তাদের প্রতি নজর রাখতে হবে। তারা যেন আবার দারিদ্র্যসীমার মধ্যে ঢুকে না পড়েন।’

পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘দারিদ্র্য বহুমাত্রিক। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি। পিকেএসএফ সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে।’

জাতীয় সম্মেলনে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়