ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে আমরণ অনশন

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে আমরণ অনশন চলছে।

বুধবার সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করা হচ্ছে। এর আগে নগর জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

এই কর্মসূচীর নেতৃত্ব দিচ্ছেন বাসদের জেলা কমিটির সদস্য সচিব ও অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, গত ১৯ আগস্ট থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। দুই মাসব্যাপী এই অভিযানে এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। প্রতিটি গাড়ির ব্যাটারি, মোটর খুলে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র রিকশাচালকরা শিকার হয়েছেন আর্থিক হয়রানি ও নির্যাতনের।

এর প্রেক্ষিতে ইতোমধ্যে তারা মানববন্ধন-সমাবেশ, স্মারকলিপি পেশ, শ্রমিকের সন্তানদের মানববন্ধন, বরিশালবাসীর গণস্বাক্ষর সংগ্রহ, নাগরিক সমাবেশ, প্রচারপত্র বিলি করেছেন। দুই মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনার পরও তাদের দাবি আদায়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা। তাই প্রশাসনের হাতে জব্দ ব্যাটারি ও মোটর রিকশা শ্রমিকদের ফিরিয়ে দেয়ার দাবিতে এ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

বরিশাল/জে.খান স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়