ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যাটিংয়ে ফিরেছেন মুশফিক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিংয়ে ফিরেছেন মুশফিক

মুশফিকুর রহিম (ফাইল ছবি)

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোটে তিনি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। আগেভাগেই দেশে ফিরে এসে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। শনিবার ব্যাটিংও শুরু করে দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুশফিকের চোটের উন্নতি সন্তোষজনক বলে জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী, ‘নিউজিল্যান্ডে মুশফিকের চোট পাওয়া ডান হাতের বুড়ো আঙুলে স্ক্যান করানো হয়। সেখানে কোনো চিড় ধরা পড়েনি। এই জন্য এই চোট নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। এখানে আসার পর আমরা ওর কিছু ফিজিওথেরাপি শুরু করি। ওর উন্নতি খুবই সন্তোষজনক।’

এদিন সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং করেন মুশফিক। তবে খুব বেশি বল খেলেননি। ৩১ জানুয়ারির পর থেকেই খেলায় ফিরতে পারবেন তিনি। ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টেস্টে তার খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না দেবাশিস চৌধুরী, ‘আজকে (শনিবার) প্রথম ও ব্যাট হাতে নিয়েছে। এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ৩১ তারিখের পর ওর খেলায় ফিরতে কোনো সমস্যা হওয়ার কথা না।’

হাতে চিড় না থাকলেও মুশফিকের ব্যথা এখনো পুরোপুরি সারেনি। সেরে উঠতে তাকে সময় দিতে হবে বলে জানালেন দেবাশিস চৌধুরী, ‘মুশফিকের চিড় নেই, কিন্তু ব্যথা আছে। ব্যথার জন্য ওকে সময় দিতে হবে। উইকেটরক্ষকের জন্য ব্যাপারটা ভিন্ন। ওকে তো প্রতিটি বল ধরতে হবে। ওদের চোট আসলে কখনো পুরোপুরি সারে না। ওরা অত লম্বা সময় বিশ্রামও নিতে পারে না। উইকেটরক্ষককে আঙুলের চোট নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। ওটা থাকবেই। যেকোনো ক্রিকেটারের আঙুলের ব্যথা থাকবে।’

ভারত টেস্টে মুশফিক উইকেট কিপিং করবেন কি না, সেটি খেলার আগের দিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানালেন বিসিবির প্রধান চিকিৎসক,  ‘এটা সময় বলে দেবে। খেলার আগের দিন সিদ্ধান্ত নিতে হবে। ওটা এখন থেকে বলা খুব কঠিন। তবে ওর যে মানসিক দৃঢ়তা সেটা আমাকে এক ধরনের ধারণা দিচ্ছে, ও খেলে ফেলতে পারে। এটা নিয়ে হয়তো অন্য কেউ নাও খেলতে পারে। এর সবই ধারণা, সময়ের সঙ্গে এটা পরিষ্কার হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়