ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাটিংয়ের ধরন বদলাবেন না সাকিব

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিংয়ের ধরন বদলাবেন না সাকিব

শট খেলছেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টের শেষ দিনে বাজে শট খেলে মিচেল স্যান্টনারকে উইকেট উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ক্রিকেটার চলমান হায়দরাবাদ টেস্টেও আজ সেটারই পুনরাবৃত্তি করলেন। ৮২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিনের বলে বাজে একটা শট খেলে।

গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও চট্টগ্রাম টেস্টে সাকিব আউট হয়েছিলেন বাজে শট খেলে। হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। জবাবে সাকিব জানিয়েছেন, ব্যাটিংয়ের ধরন বদলাবেন না তিনি। যেভাবে খেলছেন, সেভাবেই খেলে যেতে চান।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘শুধুমাত্র এই শটের জন্য আমি আমার খেলার ধরন বদলাতে যাব না। যদি খেলার ধরন বদলাই, তাহলে তো আমি আর সাকিব থাকব না। আমি এভাবেই ভাবি।’

‘আপনি যদি আমার পুরো ইনিংস দেখেন, আমি শট খেলেছি। ওই শটটা ভালোভাবে খেলতে পারিনি। এটাই বলতে পারি আমি। আমি যেভাবে শেষ পাঁচ-ছয় বছর খেলেছি, এই ইনিংসেও সেভাবেই খেলেছি’- যোগ করেন সাকিব।

সকালের সেশনে টানা ৯ ওভারের স্পেলে দারুণ বোলিং করেছেন ভারতীয় পেসার উমেশ যাদব। এ সময় বেশ কয়েকবার তার পেস ও সুইংয়ে পরাস্ত হয়েছেন সাকিব। বাঁহাতি ব্যাটসম্যান জানালেন, এই স্পেলটি তার খেলা ক্যারিয়ারের সেরাগুলোর একটি।

‘আমরা কেকেআরে (কলকাতা নাইট রাইডার্স) একসঙ্গে খেলেছি। আমি ওকে (উমেশ) ভালোভাবে জানি। সম্ভবত, আমার টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল ছিল এটা। ও দুই দিকেই বল মুভ করাচ্ছিল। কিছু কিছু বল খেলা ছিল প্রায় অসম্ভব।’

চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশকে ভালো খেলতে হবে বলে মনে করেন সাকিব, ‘আগামীকাল প্রথম সেশনের দুই ঘণ্টা আমাদের ভালো খেলতে হবে। যদি আমরা ১০০ থেকে ১২০ রান যোগ করতে পারি, তাহলে ভালো একটা অবস্থানে থাকব। তবে এই মুহূর্তে আমরা অনেক পিছিয়ে আছি।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়