ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্রাজিলে বাঁধ ভেঙে নিহত ৭, নিখোঁজ ২০০

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৭, ২৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলে বাঁধ ভেঙে নিহত ৭, নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে একটি লৌহ আকরিক খনিতে তরল বর্জ্যের বাঁধ ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন প্রায় ২০০ জন।

শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বে খনিসমৃদ্ধ মিনাস জেনেরাস রাজ্যের ব্রুমাডিনহো শহরে এ দুর্ঘটনা ঘটে।

ভ্যালে এসএ নামের ওই খনি কোম্পানির প্রধান নির্বাহী ফাবিও স্কভার্টসম্যান জানান, দুর্ঘটনার সময় খনিতে কর্মরত ৩০০ কর্মীর মধ্যে কেবল এক তৃতীয়াংশ লোককে অক্ষত উদ্ধার করা গেছে।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে স্কভার্টসম্যান বলেন, ‘দুর্ঘটনার শিকার ব্যক্তিরা আমাদের কর্মী।’

তিনি জানান, শুক্রবার মধ্যাহ্ন ভোজের সময় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা খাবার খাচ্ছিল, এমন সময় বাঁধ ধসে ক্যান্টিনটি মাটির নিচে চাপা পড়ে যায়।

ব্রুমাডিনহো শহরের মেয়র আভিমার ডি মেলা বার্সেলোস জানান, শুক্রবার রাতেই সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রাজিল সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট জেয়ার বলসোরানো আজ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। দেশটির পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের পথে রয়েছেন।

ড্রোন থেকে নেওয়া ভিডিও চিত্রে দেখা যায়, বাঁধ ভেঙে যাওয়ায় নিকটবর্তী কৃষি জমিগুলো তলিয়ে গেছে। কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। সেগুলোর ছাদ মাটিতে চাপা পড়েছে।

দুর্ঘটনার পর পরই ইবামা পরিবেশ সুরক্ষা সংস্থার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়