ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ওষুধ বিক্রি, জরিমানা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ওষুধ বিক্রি, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ওষুধ বিক্রি করার দায়ে এক ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পৌরসভার কাজীপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সারাদেশ যখন করোনাভাইরাস নিয়ে আতংকে, সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে ওষুধ বিক্রি করছে। রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার কাজীপাড়া এলাকার মেসার্স বন্যা মেডিকেল হলে অভিযান চালিয়ে সত্যতা মেলে।

বেশি দামে ওষুধ বিক্রির দায়ে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।


মাইনুদ্দীন রুবেল/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়