ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে মুক্তি দিল চীন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৬, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে মুক্তি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে ব্রিটিশ কনস্যুলেটের কর্মী সিমন চ্যাংকে মুক্তি দিয়েছে চীন। শনিবার সিমনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৮ আগস্ট হংকংয়ের সীমান্তবর্তী চীনের শেনঝেন এলাকা থেকে নিখোঁজ হন সিমন। পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জননিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তারা সিমনকে ১৫ দিনের জন্য আটক করেছে। এ ঘটনায় যুক্তরাজ্যের পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়।

ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে সিমন তাকে সমর্থন জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘সিমন ও তার পরিবার বিশ্রাম ও পুনরূজ্জীবিতের জন্য কিছু সময় চাইছে। আমরা পরবর্তীতে বিস্তারিত জানাব।’

এদিকে চীনা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সিমনের মুক্তির নির্ধারিত দিন ছিল। তার আইনি অধিকার ও স্বার্থের দিকে নজর রাখা হয়েছে। আটক অবস্থায় সিমন তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়