ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রিটিশ কনস্যুলেট কর্মীর বিরুদ্ধে ‘পতিতাবৃত্তির’ অভিযোগ চীনের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ কনস্যুলেট কর্মীর বিরুদ্ধে ‘পতিতাবৃত্তির’ অভিযোগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে ব্রিটিশ কনস্যুলেট কর্মীকে পতিতাবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে চীন। চীনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কনস্যুলেট কর্মী সিমন চেংকে চীন গ্রেপ্তার করেছে বলে জানায় ব্রিটেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্বীকার করে জানায়, হংকংয়ের প্রতিবেশী শহর শেনঝেন থেকে চেংকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয় তখন কিছু জানায় নি।

শেনঝেন পুলিশের বরাত দিয়ে গ্লোবাল টাইমস বলেছে, পতিতাবৃত্তিতে সংশ্লিষ্টতার অভিযোগে চেংকে ১৫ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

শেনঝেনের লুহু জেলার পুলিশ জানিয়েছে, চেং যে আইন লঙ্ঘন করেছেন তাতে ১০ থেকে ১৫ দিনের কারাদণ্ড অথবা ৭০৫ মার্কিন ডলার জরিমানার বিধান রয়েছে।

এদিকে এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা দ্রুত সিমনের ঘটনার বিস্তারিত তথ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

এতে বলা হয়েছে, ‘সিমনের পরিবার কিংবা আমরা কেউ তাকে আটকের পর তার সঙ্গে কথা বলতে পারিনি। এটা আমাদের কাছে অগ্রগণ্য এবং আমরা সিমনের বিষয়টি বারবার চীন, হংকং ও লন্ডনের কাছে তুলে ধরছি এবং সিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়