ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বড় বিপদ থেকে বাঁচলেন তিন ক্রিকেটার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় বিপদ থেকে বাঁচলেন তিন ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক: বিকেএসপি থেকে ফেরার পথে দূর্ঘটনার শিকার হয় বাংলাদেশ ইমার্জিং দলের স্ট্যান্ডবাই ক্রিকেটারদের বহন করা কোস্টার।

বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কোস্টারটির।  মূল দলের ক্রিকেটাররা ছিলেন বড় বাসে।  সংঘর্ষে  আহত হন তিন ক্রিকেটার।  জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জাকির হাসান ছিলেন সামনের সিটে।  নাকে ও কপালে আঘাত পান উইকেট রক্ষক এ ব্যাটসম্যান।  তরুণ পেসার মেহেদী হাসান রানা বুকে এবং আরেক পেসার মানিক খান পায়ে আঘাত পেয়েছেন।

তারা তিনজনই ছিলেন কোস্টারের সামনের সারিতে। পেছনে যারা ছিলেন তাদের বড় কোন ক্ষতি হয়নি।  আহত তিনজন বড় বিপদ থেকে বেঁচেছেন।  তারা তিনজনই এখন শঙ্কামুক্ত।  বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার রাইজিংবিডিকে বলেছেন,‘ওদের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। প্রত্যেকেই এখন শঙ্কামুক্ত। ’

জাকির হাসানকে নিয়ে ভয় পাচ্ছিলেন অনেকে।  তার রিপোর্টে খারাপ কিছু না আসায় স্বস্তি ফিরে আসে।  একাডেমি মাঠে অবস্থান করা এ ক্রিকেটার মুঠোফোনে বলেন,‘আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।  গতি কম থাকায় রক্ষা হয়েছে। নয়তো বড় দূর্ঘটনা ঘটতে পারত।’

পেসার মানিক গত বছর খেলেছিলেন প্রাইম দোলেশ্বরে। সেখান থেকেই আলোচনায় আসেন। নারায়ানগঞ্জের এ পেসারের কোচ মিজানুর রহমান বাবুল জানালেন শিষ্য এখন সুস্থ আছে। কিছুদিন বিশ্রামেই থাকবেন,‘ওর সঙ্গে কথা হয়েছে। বলল পায়ে ব্যথা পেয়েছে। কিছুটা ব্যথা আছে। বিশ্রাম নিলেই তা ঠিক হয়ে যাবে।’

তিন ক্রিকেটারই এখন রয়েছেন একাডেমি ভবনে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।   তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে বৃহস্পতিবার খুলনা গিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।  প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাজেভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে বুধবার জয় পায় বাংলাদেশের দলটি।


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়