ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভবন তদারকির জন্য কমিটি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবন তদারকির জন্য কমিটি

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশন চত্বরের সব ভবন তদারকির জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বুধবার পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী প্রধান মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তদারকির নির্দেশনা দেয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সমন্বয় ও সাধারণ) কমিটির সভাপতি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধানকে সদস্য এবং নির্বাহী প্রকৌশলীকে (গণপূর্ত) সদস্য সচিব করা হয়েছে।

পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশন চত্বরের সব ভবন পরিদর্শন করে কোথায় কী প্রয়োজন সে বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়