ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভাইরাল হওয়া রানু মন্ডলকে নিয়ে মেয়ের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাইরাল হওয়া রানু মন্ডলকে নিয়ে মেয়ের বক্তব্য

বিনোদন ডেস্ক: রানু মারিয়া মন্ডল। তার জীবনের গল্প সিনেমার গল্পের চেয়ে কম চমকপ্রদ নয়। এক সময় পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল তার বাস। কিন্তু সেখান থেকে এখন তিনি বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে বলিউডের হ্যাপি, হার্ডি অ্যান্ড হির সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি।

এদিকে রানু মন্ডলের মেয়ে এলিজাবেথ সাথী রায়। অনেকেই অভিযোগ করছেন, ভাইরাল হওয়ার পর থেকেই মায়ের খোঁজ নিতে ব্যস্ত সাথী। কিন্তু এতদিন মায়ের কোনো খোঁজ খবর রাখেননি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন সাথী রায়। তিনি বলেন, ‘আমি জানতাম না মা রেলস্টেশনে গান গাইত কারণ তার সঙ্গে আমার সবসময় দেখা হতো না। কয়েকমাস আগে ধর্মতলায় গিয়েছিলাম, সেখানে তাকে বাসস্ট্যান্ডে দেখি। তারপর তাকে ২০০ রুপি দিয়ে বাড়ি ফিরতে বলি।’

মায়ের দেখাশোনা না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার আঙ্কেলের অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০০ রুপি পাঠাতাম। আমি ডিভোর্সি এবং সুরিতে (বীরভূমের একটি ছোট শহর) একটি মুদি দোকান চালাই, সেখানেই থাকি। আমি সিঙ্গেল মাদার এবং ছেলেকে দেখাশোন করতে হয়। আমার নিজেরই সংগ্রাম রয়েছে। এরপরও যতদূর পেরেছি মায়ের দেখাশোনা করি। কয়েকবার মাকে আমাদের সঙ্গে রাখতে চেয়েছি কিন্তু তিনি রাজি হননি। এরপরও সবাই আমাকে দোষ দিচ্ছে। সবাই আমার বিরুদ্ধে। আমি তাহলে কার কাছে যাব?’ 

ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেছেন রানু। সাথী তার প্রথম স্বামীর সন্তান। দ্বিতীয় স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে রানুর আরো তিন সন্তান রয়েছে। সাথী বলেন, ‘আমার বাবা কয়েক বছর আগে মারা গেছে। মায়ের দ্বিতীয় স্বামীর ছেলেরা সম্ভবত মুম্বাইয়ে থাকে, যদিও আমি নিশ্চিত নই। আমি তার প্রথম স্বামীর সন্তান। আমার বড় ভাই ও সৎ ভাই-বোন রয়েছে। পরস্পরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। অন্য সন্তানরা কেন মায়ের দায়িত্ব নেয় না? তাদের কেন দোষ দেয়া হচ্ছে না? আমি চাই তারাও এসে আমার সঙ্গে মায়ের দেখাশোনার দায়িত্ব নিক।’

কিছুদিন আগে লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গানটি গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন রানু মন্ডল। গানটি ভাইরাল হতেই বিভিন্ন মহল থেকে প্রশংসা পান। অনেকের কাছ থেকে কাজের জন্য ডাকও পান রানু।

হ্যাপি, হার্ডি অ্যান্ড হির সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এটির প্রযোজনা করছেন হিমেশ রেশমিয়া। পাশাপাশি অভিনয়ও করছেন এ গায়ক। সংগীতের দায়িত্বও তার কাঁধেই। জানা গেছে, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সালমান খান।


রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়