ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকেলে ভাঙ্গুড়ার হাটগ্রাম সোনালী সৈকতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান।

অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজেদা পারভীন পাখি, পার ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক, পার ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী এই প্রতিযোগিতায় পাবনাসহ বিভিন্ন জেলার ১৮টি নৌকা দল অংশগ্রহণ করছে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বয়সের হাজারো দর্শকের সমাগম ঘটে।


রাইজিংবিডি/পাবনা/১৩ সেপ্টেম্বর ২০১৯/শাহীন রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়